সোনাডাঙ্গায় ২ শতাধিক দুঃস্থের মাঝে একতা বন্ধু সংঘের ঈদ সামগ্রী বিতরণ
দ. প্রতিবেদক : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ২ শতাধিক অসহায় ও দুঃস্থের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন একতা বন্ধু সংঘ, সোনাডাঙ্গার নেতৃবৃন্দ। ঈদ সামগ্রীর মধ্যে ছিল- সেমাই, চিনি, দুধ, কিছমিস ও বাদাম।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সোনাডাঙ্গা হরিজন কলোনীর দূর্গা মন্দিরের সামনে থেকে অতিথিবৃন্দ এগুলো বিতরণ করেন।
সংগঠনের সভাপতি অমিত দাসের সভাপতি ও সাধারণ সম্পাদক দেবা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিজন কলোনী মন্দির কমিটির প্রদীপ দাস (ছোট), প্রদিপ দাস (বড়), সুবাস দাস, যুবলীগ নেতা জালাল মৃধা ও ছাত্রলীগ নেতা জয়নাল ফরাজী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সাগর প্রসাদ, সমেন্ত দাস, রিপন দাস, সজীব দাস, জয় দাস, সিপন দাস, প্রান্ত দাস, বিশাল প্রসাদ, শান্ত লাল, সাধন দাস, হৃদয় দাস, সুদীপ্ত দাস, অভিজিৎ দাস, জগন্নাথ প্রসাদ, বিধান দাস, আশিক দাস, বিক্রম কুমার দাস, শ্রীকান্ত রাউত, তারক দাস, দ্বীপ রায়, প্রতাপ দাস, সুরাশ দাস, রিদয় দাস, সেতু দাস, মহাদেব দাস, রুদ্র শীল, অজয় দাস, জীবন দাস, অসীত দাস, মোঃ শরীফুল ইসলাম, অর্পনা রায় ও সরমীকা দাস।