সৈয়দ আশরাফ ছিলেন রাজনীতির ‘পারফেক্ট ম্যান’: কাদের
প্রথম মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে বাংলাদেশের রাজনীতির একজন ‘পারফেক্ট ম্যান’ হিসেবে স্মরণ করলেন বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে বনানী কবরস্থানে সৈয়দ আশরাফের কবরে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “আমাদের দেশের একজন বিরল রাজনীতিবিদ, সৈয়দ আশরাফ। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য পুত্র। সৈয়দ আশরাফুল ইসলাম আমাদের পার্টির পর পর দুই বারের সাধারণ সম্পাদক ছিলেন। ৭৫ পরবর্তী সময়ে তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে একজন পারফেক্ট ম্যান ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম।”
ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সৈয়দ আশরাফ ২০১৯ সালের ৩ জানুয়ারি ব্যাংককের একটি হাসপাতালে মারা যান। মৃত্যুর আগে তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সরকারের জনপ্রশাসনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হাসপাতালে থেকেই তিনি একাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। তবে শপথ নিতে পারেননি।
১৯৭৫ সালের অগাস্ট ট্র্যাজেডির পর নভেম্বরে কারাগারে সৈয়দ নজরুল ইসলামসহ জাতীয় চার নেতাকে হত্যার পর বিরূপ পরিস্থিতিতে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন আশরাফ। লন্ডনে নির্বাসিত জীবনে প্রবাসে আওয়ামী লীগকে সংগঠিত করতে ভূমিকা রাখেন সৈয়দ নজরুলের ছেলে।
দীর্ঘদিন পর দেশে ফিরে ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে কিশোরগঞ্জ সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আশরাফ। এরপর ২০০১, ২০০৮, ২০১৪ সালেও নির্বাচিত হন।
২০০৭ সালে জরুরি অবস্থার মধ্যে শেখ হাসিনা গ্রেপ্তার হওয়ার পর দলের হাল ধরেছিলেন আশরাফ। ওই বিশ্বস্ততার পুরস্কার হিসেবে পরে দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে আসেন তিনি।
আশরাফ দুই মেয়াদ সেই দায়িত্ব পালনের পর ২০১৬ সালের সম্মেলনে তাকে সভাপতিমণ্ডলীতে নিয়ে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরকে আনেন শেখ হাসিনা।
বৃষ্টির মধ্যে বনানীতে সৈয়দ আশরাফের কবরে শ্রদ্ধা নিবেদনের পর কাদের বলেন, “তার থেকে আমাদের সকলেরই শিক্ষা নেওয়ার আছে। সৈয়দ আশরাফুল ইসলামের নম্রতা, সততা আর বিনয় নতুন প্রজন্মের সকলের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
“আমি মনে করি তার প্রথম মৃত্যুবার্ষিকী তখনই সার্থক হবে যদি আমরা তার মত বিনয়ী, নম্র এবং বাস্তব জীবনে তার মতো সৎ হতে পারি।”
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত আওয়ামী লীগ নেতাকর্মীরা মোনাজাতে অংশ নেন। এ সময় পরিবারের পক্ষ থেকে সৈয়দ আশরাফুল ইসলামের জন্য দোয়া চান তার বোন কিশোরগঞ্জ-১ আসনের এমপি সৈয়দা জাকিয়া নূর।