সেমিতে ক্লাসিক-স্বাধীন ও দুরন্ত-শহীদ মুখোমুখি
৭ম আইফুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট
খুলনা টেক্সটাইল মিল্স কলোনী মাঠে অনুষ্ঠিত ৭ম আইফুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে ক্লাসিক বোর্ড সেন্টার, শেখ স্বাধীন ক্রীড়া চক্র, দুরন্ত পার্টনার্স ও শেখ শহীদ স্মৃতি সংঘ। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার সেমিফাইনালের ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে।
প্রথম সেমিফাইনালে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মুখোমুখি হবে ক্লাসিক বোর্ড সেন্টার ও শেখ স্বাধীন ক্রীড়া চক্র। দ্বিতীয় সেমিফাইলে শুক্রবার বিকাল ৪টায় মুখোমুখি হবে দুরন্ত পার্টনার্স ও শেখ শহীদ স্মৃতি সংঘ।
এর আগে প্রথম রাউন্ডের দ্বিতীয় রাউন্ডেও অপরাজিত থেকে সেমিফাইনালে ওঠে ক্লাসিক বোর্ড সেন্টার। অপরদিকে দুরন্ত পার্টনার্স ও টুকু বিশ্বাস স্মৃতি সংঘকে হারিয়ে সেমিতে ওঠে শেখ স্বাধীন ক্রীড়া চক্র। দ্বিতীয় রাউন্ডে টুকু বিশ্বাস স্মৃতি সংঘকে হারিয়ে দুরন্ত পার্টনার্সের সেমিফাইনাল নিশ্চিত হয়। অপরদিকে গতকাল বুধবার একমাত্র ম্যাচে নুরানী মহলা একাদশকে হারিয়ে সেমিফাইনালে ওঠে শেখ শহীদ স্মৃতি সংঘ। খেলাটি পরিচালনা করেন হাইপাওয়ার বয়েজ ক্লাবের পরিচালক মো. সুজন আকন ও আব্দুল আজিজ।