October 25, 2024
জাতীয়

সেবা নিয়ে সবাই যেন হাসিমুখে ফিরে যায় : আইজিপি

দক্ষিণাঞ্চল ডেস্ক

ঢাকার প্রতিটি থানাকে জনগণের আস্থার কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী। গতকাল শনিবার বিকালে ডিএমপির ৪৫ বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ডিএমপি সদস্যরা ২৪ ঘণ্টা সাতদিন কাজ করে যাচ্ছে ঢাকা শহরকে নিরাপদ রাখতে। আমরা চেষ্টা করছি ঢাকার প্রত্যেকটি থানাকে বিশ্বাস ও আস্থার কেন্দ্রস্থল হিসেবে গড়ে তুলতে। আমরা চাই মানুষ সেবার জন্য থানায় আসবে, ফেরার সময় যেন হাসিমুখে ফিরে যায়।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার কমিশনার মোহাঃ শফিকুল ইসলামরা বলেন, রাজধানীবাসীর আস্থা অর্জনই ঢাকা মহানগর পুলিশের লক্ষ্য। আমরা চেষ্টা করছি, জনতার পুলিশ হতে। একজন পুলিশ সদস্যের বিশ্বাস ও ভালবাসার উপরে কিছু পাওয়ার থাকে না। আমরা চেষ্টা করছি রাজধানীবাসীর বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে। আর সেই লক্ষ্যেই আমাদের প্রত্যেকটি পুলিশ সদস্য কাজ করে যাচ্ছে। শোভাযাত্রাটি ডিএমপি সদর দপ্তর থেকে শুরু হয়ে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে এসে শেষ হয়।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *