সেবাপ্রার্থীদের হয়রানি করবেন না, পুলিশকে রাষ্ট্রপতি
দক্ষিণাঞ্চল ডেস্ক
সেবাপ্রার্থীদের কোনো ধরনের হয়রানি না করতে পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পুলিশ সপ্তাহ ২০১৯ উপলক্ষে গতকাল বুধবার বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন। রাষ্ট্রপতি বলেন, সেবাপ্রার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেজন্যে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। তাদের প্রয়োজনীয় আইনি সহায়তা ও পরামর্শদানের প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আশা প্রকাশ করে আবদুল হামিদ বলেন, পুলিশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও জনগণের সেবা প্রদান করবে।