‘সেপ্টেম্বরের শেষের দিকে ফের বন্যা হতে পারে’
আগামী মাসের (সেপ্টেম্বর) শেষের দিতে ফের বন্যা হতে পারে। আবহাওয়া অধিদফতরের পরিচালকের উদ্ধৃতি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে বন্যা পরবর্তী সার্বিক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
এ বছর বন্যার আরও কোনো আশঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আজকে আবহাওয়া অধিদফতরের পরিচালক পূর্বাভাস দিয়েছেন আসছে সেপ্টেম্বরের শেষের দিকে আরেকটি বন্যা হতে পারে। অক্টোবর-নভেম্বরের মধ্যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে।’
গত জুন থেকে এ পর্যন্ত চার দফা বন্যা হয়েছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ২২ জুন ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার নদ-নদীগুলোর পানি বাড়তে শুরু করে। ২৬ জুন তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রমের মধ্য দিয়ে বন্যা পরিস্থিতি অবনতি হতে শুরু হয়।
২ জুলাই তিস্ত-ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকায় সর্বোচ্চ ১৬টি পয়েন্টের পানি বিপৎসীমার অতিক্রম করে। এতে মোট ১৩টি জেলার অংশবিশেষ বন্যাকবলিত হয়। এরপর ১০ জুলাই এবং ১৯ জুলাই বন্যা হয়, এতে দেশের মোট ৩৩টি জেলা বন্যাকবলিত হয়।
১৬০টি উপজেলার এক হাজার ৭৩টি ইউনিয়ন বন্যা কবলিত হয়। পানিবন্দি পরিবারের সংখ্যা সাত লাখ ৭৯ হাজার ৫৪৭। বন্যায় ক্ষতিগ্রস্ত মোট লোক সংখ্যা ৫০ লাখ ১৪ হাজার ৩২৩ জন। এ পর্যন্ত বন্যায় ৪৪ জন মারা গেছে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।