সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষককে পশ্চিমবঙ্গ রাজ্য গণিত উৎসব কর্তৃক সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
ভারতের পশ্চিমবঙ্গের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে ৮ ও ৯ ফেব্রæয়ারি,২০২০ অনুষ্ঠিত হয় “পশ্চিমবঙ্গ রাজ্য গণিত উৎসব ২০২০” দু’দিনের এই গণিত উৎসব উদ্বোধন করেন বেলুড় মঠের মহারাজ স্বামী জ্ঞানাব্রতানন্দ, পৌরহিত্য করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. দিলীপ কুমার সিনহা, অনুষ্ঠান সঞ্চালন করেন পশ্চিমবঙ্গ রাজ্য গণিত উৎসব কমিটির সম্পাদক আব্দুল হালিম শেখ।
উক্ত অনুষ্ঠানে বাংলাভাষায় গণিত চর্চার প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা গ্রহণ করার জন্য পাঁচ জন বিশিষ্ট গণিতবিদকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। দাঁড়ানো অবস্থায় বাম দিক হতে বাংলাদেশ থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. এ আর এম জালাল উদ্দিন জামালী, সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক শ্রী মদন মোহন পাল, ভারত থেকে গোখেল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শ্রীমতি অরুন্ধতী মুখার্জী, বিধাননগর সরকারি বিদ্যালয়ের শিক্ষক শ্রী সিদ্ধার্থশঙ্কর চট্টোপাধ্যায় এবং কোচবিহার আদাবাড়ি মনসুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক শ্রী সৌমেন সাহা প্রমূখ।