সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
গতকাল মঙ্গলবার ঐতিহ্যবাহী সেন্ট জোসেফস্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান শিক্ষক আলফ্রেড রণজিৎ মণ্ডলের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অসীম কুমার বৈদ্যের সঞ্চালনায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট জোসেফস্ ক্যাথিড্রাল প্যারিসের পালক পুরোহিত ফাদার আনন্দ সেবাস্তিয়ান মণ্ডল। বিশেষ অতিথি ছিলেনÑসাবেক ক্রীড়া শিক্ষক আলহাজ্ব গাজী মোঃ শহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শেখ মোঃ ছরোয়ার হোসেন ও নীলু রীটা তালুকদার।
শিক্ষিকা আনোয়ারা খাতুন নির্দেশিত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, খেলাধুলার মাধ্যমে সুস্থদেহ মনে একটি ডিজিটাল শক্তিশালী জাতি গঠন সম্ভব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক গ্রেগরি চঞ্চল মণ্ডল, মাওলানা অহিদুল্লাহ, গৌরপদ রায়, অসিকুর রহমান, বাপিয়া চৌধুরী, কুমুদ রঞ্জন ফৌজদার, কণিকা রানী সরকার, মৌসুমী আক্তার, তাহেরা খানম, কণিকা রানী রায়, উৎপলা মণ্ডল, পার্থপ্রতীম বিশ্বাস, প্রদীপ কুমার সোম, হিমাংশু কুমার গোলদার, মদনমোহন পাল, মোঃ রফিকুল ইসলাম, আশফাক আহম্মেদ, মার্টিন শিকদার, সঞ্জয় কুমার দাশ, পশুপতি মণ্ডল, শুভ্রকান্তি সাহা, মোঃ আবু দাউদ, রোজলিন পূর্ণিমা মণ্ডল, উইলিয়াম গাইন, মিনু বাড়ৈ, প্রশান্ত কুমার মন্ডল, সমীর মৃধা, পুষ্পেন রায়, শুভশংকর রায়, কলিন্স প্রমুখ। প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।