সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের সাফল্য
খবর বিজ্ঞপ্তি
গতকাল রবিবার এসএসসি পরীক্ষা-২০২০ এর ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে ঐতিহ্যবাহী সেন্ট জেভিয়ার্স হাই স্কুল সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। বিদ্যালয় হতে এ বছর মোট ১০৫ জন ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১০ জন ছাত্র-চাত্রী জিপিএ ৫.০০ (এ+) তন্মধ্যে ৩ জন গোন্ডেন (এ+) এবং ২১ জন জিপিএ ৪.০০ উত্তীর্ণ হয়। ০১ জন অকৃতকার্য হওয়ায় বিদ্যালয়ের পাশের হার ৯৯.০৪% এ দাঁড়ায়। মহামারী করনা ভাইরাসের কারণে এ বছরই প্রথম সরাসরি অভিভাবকবৃন্দের মোবাইলে ফলাফল সফলতার সাথে যথাসময়ে প্রেরণ করা হয়।