সেন্ট জেভিয়ার্স হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
গতকাল রবিবার বেলা ১১ টায় বিদ্যালয়ের শহীদ শেখ আবু নাসের ভবনেএসএসসি-২০১৯ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মদ শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মো. মাহবুব আলম সোহাগ।
আরও উপস্থিত ছিলেনস্কুল পরিচালনা পর্ষদের সদস্য মোসলেমা আহমেদ, এ্যাড. শাহারিয়া মোর্শেদা আহমেদ, মোর্শেদ আহমেদ রিপন, মাফুজ ফরিদ চৌধুরী (লোটন), কবিতা আহমেদ, মোঃ সাঈদুর রহমান সাঈদ, মারুফ চৌধুরী পমিন, পারভীন বেগম, আকতার বানু, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষকদ্বয়ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যেহেতু শিক্ষিত ব্যক্তি জাতির কর্তধার, সেহেতু শিক্ষার কোন বিকল্প নেই। ছাত্র-ছাত্রীদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনের দেশ পরিচালনা করতে হবে।অনুষ্ঠানের শেষে এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেবিশেষ দোয়া করা হয়।