সেন্টমার্টিন থেকে মালয়েশিয়াগামী ৩৩ রোহিঙ্গা আটক
কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে ১২ নারী ও এক শিশুসহ ৩৩ জন রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনী।
বুধবার (১৯ মে) রাতে সেন্টমার্টিন উপকূল থেকে তাদের আটক করা হয়।
নৌবাহিনীর ক্যাপ্টেন ও বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক সোহেল আযম জানান, আটক ব্যক্তিরা দালালচক্রের মাধ্যমে উখিয়া-টেকনাফের বিভিন্ন বিভিন্ন রোহিঙ্গা শিবির থেকে বের হয়ে টেকনাফের বাহারছড়ার একটি সাগর পয়েন্ট দিয়ে নৌকায় করে গভীর সমুদ্রের দিকে যাওয়ার সময় আটক হয়।
পরে তাদের খাদ্য ও চিকিৎসা সেবা দিয়ে সেন্টমার্টিন কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়ে।