সেন্টমার্টিনে ৩৫ হাজার ইয়াবা জব্দ
দক্ষিণাঞ্চল ডেস্ক
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ এলাকা থেকে ৩৫ হাজার ইয়াবা জব্দ উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট হায়াত ইবনে সিদ্দিক জানান, সেন্টমার্টিনের দক্ষিণ অংশে অভিযান চালিয়ে ৩৫ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।