January 22, 2025
আঞ্চলিক

সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত

দিঘলিয়া প্রতিনিধি

গত শনিবার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে মর্নিং শিফটে ৪৯৪ জন ভোটারের মধ্যে ৪২৯ জন তাদের ভোটাধিকার প্রদান করে। ডে শিফটে  ৫৫৩ জন ভোটারের মধ্যে ৫৪০ জন তাদের ভোটাধিকার প্রদান করে। সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বেলা ৩টা পর্যন্ত স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে ফলাফল অনুযায়ী বিজয়ীরা হলেন মর্নিং শিফটে ১ম সাদিয়া খাতুন নোহা (১০ম), ২য় লামিয়া আক্তার পাপড়ি (৮ম), ৩য় গুলফে জান্নাত অদৃ (৬ষ্ঠ), ৪র্থ জান্নাতুল ফেরদাউস মালিহা (৬ষ্ঠ), ৫ম ফাতেমাতুজ জোহরা (৯ম), ৬ষ্ঠ প্রিয়ন্তি ঘোষ (৭ম), ৭ম কুলসুম খাতুন বিথি (১ম), ৮ম কারিমা (৭ম)। ডে শিফটে যারা নির্বাচিত হয় ১ম আসিফ আলমাস প্রিন্স (৭ম), ২য় রাজিন বিন মাকসুদ (৮ম), ৩য় ফয়সাল বিল­াহ সোহান (১০ম), ৪র্থ শেখ মুনিম হোসেন (৬ষ্ঠ), ৫ম আফসানা মিমি বাংলা (৯ম), ৬ষ্ঠ মো: ইমন (১০ম), ৭ম মো: আমির হামজা (৬ষ্ঠ), ৮ম মো: ইশতিয়াক আহমেদ (৯ম)।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত থাকেন স্কুলের শিক্ষক শিক্ষিকা সাংবাদিক ও অভিভাবকবৃন্দ। উক্ত নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পায়েল। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নাবিলা।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *