সেখ জুয়েলের সাথে খুবি স্বাশিপ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় খুলনা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের সাথে তাঁর শেরে বাংলা রোডস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। স্বাশিপ নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানান। পরে কিছু সময় মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. মোসাম্মৎ হোসনে আরা, সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত, সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশীষ কুমার দাস, সহ-সাধারণ ড. মো. দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক তালুকদার রাসেল মাহমুদ, প্রচার সম্পাদক এস.এম. আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. মোঃ শামীম আখতার, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক কারিমুল হক, সদস্য হাফিজ আহমেদ, জয়ন্তী রায়, মোঃ মারুফ বিল্লাহ, মোঃ আমিনুল ইসলাম, মোঃ মিনহাজুল আবেদীন এবং নিশাত তারান্নুম।