January 20, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্টশীর্ষ সংবাদ

সেই আজিজুল হাকিমকে বহিস্কার করেছে খুলনা জেলা যুবলীগ

খবর বিজ্ঞপ্তি
পাইকগাছা উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আজিজুল হাকিমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত ১০ আগস্ট উপজেলা যুবলীগের বর্ধিত সভার সিদ্ধান্তের আলোকে খুলনা জেলা যুবলীগ এই সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার রাতে জেলা যুবলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে অশোভনীয় বক্তব্য দিয়েছেন আজিজুল হাকিম। বিষয়টি দলীয় নেতৃবৃন্দের দৃষ্টিগোচরে আসে। পরবর্তীতে উপজেলা যুবলীগের সিদ্ধান্তের আলোকে খুলনা জেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান জামাল ও সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাবু এমপির নির্দেশক্রমে আজিজুল হাকিমকে বহিস্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একইসঙ্গে বিষয়টি লিখিতভাবে কেন্দ্রীয় যুবলীগকে অবগত করা হয়েছে।


উল্লেখ্য, সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের এক নেতার সঙ্গে মুঠোফোনে কথা বলার সময় আজিজুল শেখ হাসিনার রাজনীতি করেন না বলে জানান। তিনি সাংসদ বাবুর রাজনীতি করেন বলে মন্তব্য করেন। এই কথাবার্তার অডিও মুঠোফোনের মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ করে আজিজুলকে বহিষ্কারের দাবি করা হয়।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *