December 26, 2024
আঞ্চলিক

সৃজনশীল কাজের মাধ্যমে মাদকমুক্ত করা হবে : সারমিন সালাম

 

 

১০২ খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী পতœী ও এনভয় গ্রæপের পরিচালক সারমিন সালাম বলেছেন, সৃজনশীল কাজের মাধ্যমে খুলনা-৪ আসনকে মাদক ও সন্ত্রাস মুক্ত করা হবে। সন্তানদের মেধা বিকাশ এবং চিত্ত বিনোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার নতুন প্রজন্মকে বই পড়ার প্রতি উৎসাহিত করতে হবে।

তিনি আরও বলেন, এলাকার তরুণ প্রজন্ম সরকারের উন্নয়নে সাহায্য করলে ওই এলাকাকে উন্নয়নের রোল মডেল ঘোষণা করার জন্য খুব বেশি সময় লাগবে না। এলাকার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে পাঠিয়েছেন। তারা শুধু মাত্র দিতে এসেছেন। কিছু নিতে আসেন নাই বলেও জানান তিনি।

শুক্রবার বিকেলে রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের আঠারোবেকি মডেল ক্যাডেট বিদ্যাপিঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি পতœী সারমিন সালাম এসব কথা বলেন। এর আগে তিনি শ্রীফলতলা রেড ক্রিসেন্ট মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় এলাকার জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *