‘সূর্যবংশী’র শুটিংয়ে অক্ষয় কুমার আহত
রোহিত শেঠির ‘সূর্যবংশী’ সিনেমার শুটিং করতে গিয়ে বাম হাতে আঘাত পেয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তার হাত মচকে যাওয়ার পর ব্যান্ডেজ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি ভরতের হায়দ্রাবাদে সিনেমার শুটিং সেটে একটি দৃশ্যের কাজ করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন অক্ষয় কুমার। তার ব্যথা উপশমের জন্য প্রাথমিক অবস্থায় হাতে কালো ব্যান্ডেজ লেলানো হয়। যদিও সে অবস্থাতেই ‘খিলাড়ি’ ওইদিনের শুটিং শেষ করেন।
শনিবার (০৯ নভেম্বর) প্রকাশ পেয়েছে অক্ষয় কুমারের প্রথম মিউজিক ভিডিও ‘ফিলহাল’। এতে তার বিপরীতে দেখা গিয়েছে কৃতী শ্যাননের বোন নূপুর শ্যাননকে।
‘ফিলহাল’র গানের সঙ্গে ক্যাটরিনাকে নিয়ে একটি ভিডিও করেন অক্ষয়। এরপর এটি তিনি তার নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার দেন। ভিডিওতে ‘মিশন মঙ্গল’খ্যাত এই তারকার হাতে ব্যান্ডেজ স্পষ্টভাবে দেখা যায়।
পুলিশ অ্যাকশন ‘সূর্যবংশী’ সিনেমাটিতে অক্ষয় কুমারের বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। এছাড়া আরও দেখা যাবে অজয় দেবগণ ও রণবীর সিংকে।
রোহিত শেঠি, করণ জোহর ও অক্ষয় কুমারের যৌথ প্রযোজিত ‘সূর্যবংশী’ মুক্তি পাবে ২০২০ সালের ২৭ মার্চ।