সুস্থ হয়ে ফিরে গেলেন শেরপুরে প্রথম আক্রান্ত ২ নারী
শেরপুরে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম দুই নারী হাসপাতালে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
তারা হলেন সদর উপজেলার মধ্যবয়ড়া গ্রামের সরকারবাড়ির ৪০ বছর বয়সী এক গৃহবধূ ও জেলার শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ বছর বয়সী এক নারীকর্মী।
জেলার সিভিল সার্জন একেএম আনওয়ারুর রউফ বলেন, গত ৫ এপ্রিল তাদের করোনাভাইরাস পজেটিভ ধরা পড়লে শেরপুর সদর হাসপাতালের নবনির্মিত ভবনের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ১২ দিনের চিকিৎসায় তারা সুস্থ হয়ে ওঠেন।
“বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে শেরপুরের চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে তাদের সুস্থ করে তোলেন। তারপর তিনবার পরীক্ষা করা হলে প্রতিবারই নেগেটিভ আসে। তাই আমরা তাদের সুস্থ বলে নিশ্চিত হয়েছি। শেরপুরে তারাই প্রথম আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে চিকিৎসায় তারাই প্রথম সুস্থ হলেন।”
বৃহস্পতিবার দুপুরে তাদের ছাড়পত্র দিয়ে বিদায় জানান সিভিল সার্জন, শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকলানা কর্মকর্তা মোবারক হোসেন ও শেরপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) খায়রুল ইসলাম সুমন।
সিভিল সার্জন বলেন, “তাদের সুস্থ করতে পেরে আজ আমরা স্বাস্থ্য বিভাগ খুবই আনন্দিত।”
তিনি সব স্বাস্থ্যকর্মীকে ধন্যবাদ জানিয়েছেন। সুস্থ হওয়া দুই নারীও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। স্বাস্থ্যকর্মীরা ‘খুব সেবাযত্ন’ করেছেন বলেও তারা জানিয়েছেন। পরে দুই নারীকে হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়।