সুস্থ সন্তানের জন্ম দিলেন করোনাভাইরাস আক্রান্ত নারী
দক্ষিণাঞ্চল ডেস্ক
করোনাভাইরাস সংক্রমণ নিয়ে দিশেহারা চীনে এ ভাইরাসে আক্রান্ত এক নারী সুস্থ একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। ঘটনাটি ঘটেছে পূর্ব চিনের ঝেঝিয়াং প্রদেশে। শনিবার জন্ম হয় ওই নবজাতকের। কিন্তু মা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকলেও সন্তানের শরীরে ভাইরাস নেই। শিশুটির করোনাভাইরাস টেস্টের ফল ‘নেগেটিভ’ এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।
শিশুটিকে বর্তমানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। কিছুদিন পর হাংঝুর ‘চিলড্রেনস হসপিটাল অব ঝেঝিয়াং ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন’ এ আবার তার করোনাভাইরাস পরীক্ষা করা হবে। চীনে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১০ জনে, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪০ হাজার। চীনের বাইরে অন্তত ২৫টি দেশে আড়াইশর বেশি মানুষের দেহে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে।