November 25, 2024
আঞ্চলিক

সুস্থ থাকার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে : সিটি মেয়র

 

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনা ভাইরাসের সংকট মোকাবেলায় নগরবাসীকে আরো সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানিয়ে বলেন, সুস্থ থাকার জন্য আমাদের পরিস্কার পরিচ্ছন্নতা ও সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, সামান্য অসতর্কতার কারণে নিজে এবং নিজের পরিবার যেন বিপদের সম্মুখীন না হয় সেদিকে লক্ষ্য রাখা দরকার।

সিটি মেয়র গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর ১৫নং ওয়ার্ড এলাকার কদমতলা থেকে গাবতলা পর্যন্ত রেললাইনের উভয় পাশে বসবাসকারী শ্রমজীবী পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী বিতরণকালে এ কথা বলেন। হ্যামকো গ্রæপের উদ্যোগে তিনি এ সময় ১ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। করোনার কারণে কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা প্রদানে সরকার সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করছে উল্লেখ করে সিটি মেয়র সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও বিত্তবানদের এ কাজে এগিয়ে আসার আহবান জানান।

এর আগে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বেসরকারি সংস্থা ‘কারিতাস’-এর প্রধান কার্যালয়ে উপস্থিত থেকে নগরীর ২৯ ও ৩১ নং ওয়ার্ডের সংস্থাটির সুবিধাভোগী ১’শ ২১টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।

পরে সিটি মেয়র নগরীর হাজী মহসীন রোডে খুলনা মহানগরীর পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। ওরিয়েন্টাল গ্রæপের উদ্যোগে তিনি এ সময় ৩’শ ৫০টি শ্রমিক পরিবার এবং নগরীর মুন্সীপাড়ার ১’শ ৫০টি শ্রমিক পরিবারের মাঝে চাল, আলু, পেয়াজ, ডাল ও তেল বিতরণ করেন।

বিকেলে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ইউনাইটেড ক্লাব চত্বরে অস্বচ্ছল ও কর্মহীন নাট্যশিল্পীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। খুলনা নাট্য নিকেতনের উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে কেসিসি’র প্যানেল মেয়র মো: আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর মো: আরিফ হোসেন মিঠু, জেলা পরিষদ-খুলনার সদস্য এস এম খালেদীন রশিদী সুকর্ণ, হ্যামকো গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক তালুকদার আব্দুল্লাহ আল মাহমুদ, কারিতাস-এর আঞ্চলিক পরিচালক দাউদ জীবন দাস ও প্রোগ্রাম অফিসার তাপস সরকার, আওয়ামীলীগ নেতা মো: শফিউল্লাহ, শেখ আসলাম, খুলনা নাট্য নিকেতনের সভাপতি অধ্যক্ষ দেলোয়ারা বেগম, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বাবলু, কন্ঠশিল্পী কামরুল ইসলাম বাবলু ও শেখ আব্দুস সালাম, কেসিসি’র কর নির্ধারক মো: শামীমুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *