সুস্থ থাকলে আবার মেসি-রোনালদোর খেলা দেখা যাবে: মাশরাফি
করোনা ভাইরাস সংক্রমণের কারণে পুরো বিশ্বের মতো ধুঁকছে বাংলাদেশও। দেশের প্রায় সকল মানুষই এখন ঘরবন্দি। করোনা থেকে বাঁচতে এটাই এখন একমাত্র পথ। কারণ করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। তাই সবাইকে ঘরে থাকার কথা আরও একবার মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে করোনা থেকে বাঁচার উপায় নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি। সেখানে তিনি মেসি, রোনালদো থেকে শুরু করে কোহলি, রুট, ফেদেরার, জোকোভিচের মতো ক্রীড়াবিশ্বের মহাতারকাদের কথা উল্লেখ করে বলেন, সুস্থ থাকলে আবারও তাদের খেলা দেখার সৌভাগ্য হবে সবার। তিনি সবাইকে মনে করিয়ে দিয়েছেন, জীবনের আসল খেলা এখন চলছে। এজন্য সবাইকে সাবধান থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
কবিতার আদলে স্ট্যাটাসে মাশরাফি লেখেন,
‘মেসি, রোনালদো, বেল
বিরাট, রুট, উইলিয়ামসন
ফেদেরার, নাদাল, জোকোভিচ
ভাই, এটা শুধুই একটা খেলা
কোভিড-১৯
জীবনের আসল খেলা এখন
সৃষ্টিকর্তা দয়া করে আমাদের বাঁচান
আশা করি সব তারকারা আবার সবাই নতুন উদ্যমে ফিরবেন
আর সবাই তাদের খেলা উপভোগ করবেন
সে সঙ্গে বুঝবেন, খেলার চেয়েও বড় কিছু এটা
ঘরে থাকুন
নিরাপদ থাকুন।’