সুশাসন ও সামাজিক দায়বদ্ধতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে গতকাল শনিবার খুলনার একটি হোটেলে ‘সুশাসন ও সামাজিক দায়বদ্ধতা’ বিষয়ে একটি কর্মশালার আয়োজন করে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্মশালাটি আয়োজনে সহাযোগিতা করে। সকালে কর্মশালার উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মোঃ সুলতান আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার। প্রকল্প সম্পর্কে ধারণা দেন প্রকল্পের টিম লিডার আরসেন স্টোপেনিয়ান। ধন্যবাদ জানান খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
প্লাটফরমাস ফর ডায়ালগ প্রকল্পটির বাস্তবায়নে অনুষ্ঠিত এই কর্মশালায় নাগরিক সনদ ও সরকারি দপ্তরে অভিযোগ প্রতিকার ব্যবস্থা নিয়ে অংশগ্রহণকারীরা সুপারিশমালা তৈরি করেন। কর্মশালায় খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং গণমাধ্যমের কর্মীরা অংশ নেন।