সুর-ঝংকার একাডেমী’র প্রতিষ্ঠা বার্ষিকী সমাপ্ত
খবর বিজ্ঞপ্তি
সাংস্কৃতিক সংগঠন সুর-ঝংকার একাডেমী’র ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের সমাপণী পর্ব গত ১৬ ফেব্রæয়ারি শনিবার সন্ধ্যা ৭টায় স্থানীয় উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সুর-ঝংকার একাডেমী’র সহ-সভাপতি মুন্সী হেকমত আলীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এড. হেমন্ত সরকারের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের সম্মানীত চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিব, বঙ্গবন্ধু পরিষদ খুলনার সভাপতি দেবনারায়ণ দাস এবং খুলনা জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক মিসেস মালেকা বেগম। স্বাগত বক্তব্য রাখেন ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহŸায়ক এড. মোঃ নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ কামরুল ইসলাম বাবলু, সাংস্কৃতিক সম্পাদক এম এম জাফর ইকবাল, অশোক কুমার পোদ্দার প্রমুখ। প্রধান অতিথিকে সুর-ঝংকার সম্মাননা স্মারক প্রদান করেন সুর-ঝংকার একাডেমির প্রধান পৃষ্ঠপোষক খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবশেন করেন এম এম জাফর ইকবাল। শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেÑমুক্তা, সন্ধ্যা, পল্লবী, মন্দিরা, নাছিমা সুলতানা, স্পর্শ, সিলমী, পিউ, রনি, দীপ, মোঃ রফিকুল ইসলাম, মঞ্জুরুল হাসান, বিউটি প্রমুখ।