সুর-ঝংকার একাডেমি’র নবগঠিত কমিটির পরিচিতি সভা
খবর বিজ্ঞপ্তি
গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় স্থানীয় উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সুর-ঝংকার একাডেমি, খুলনা’র নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুর-ঝংকার একাডেমির সভাপতি এস এম সেলিম রেজার সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এড. হেমন্ত সরকারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ।
বিশেষ অতিথি ছিলেন কেএমপির সহকারী কমিশনার মোঃ হুমায়ুন কবির ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. সুজিত কুমার অধিকারী, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা খাতুন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোকলেসুর রহমান বাবলু, মোঃ কামরুল ইসলাম বাবলু, অশোক পোদ্দার, সাদিয়া সুলতানা আঙ্গুরা, দেব নারায়ণ দাস, বীর মুক্তিযোদ্ধা মুন্সী হেকমত আলী, এম এম জাফর ইকবাল প্রমুখ। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সুর-ঝংকার একাডেমির শিল্পীবৃন্দ।