সুরঞ্জিত সেন গুপ্ত একজন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক নেতা ছিলেন : শেখ হারুন
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়মী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ বলেছেন, সুরঞ্জিত সেন গুপ্ত একজন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক নেতা ছিলেন। তিনি দেশাত্ববোধে অবিচল ছিলেন। তিনি কখনও দেশাত্ববোধ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির কাছে আপোষ করেননি। তিনি আরো বলেন, বাঙালির অধিকার আদায়ে মহান মুক্তিযুদ্ধ থেকে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন। সুরঞ্জিত সেন গুপ্ত রাজনীতির সাথে সাথে একজন তুখোড় পার্লামেন্টারিয়ান ছিলেন। তিনি সংসদে বক্তব্য রাখতেন সংবিধানের আলোকে। তাঁর মত সংবিধানের ধারা উপধারা নিয়ে কথা বলার মত পার্লামেন্টারিয়ান খুব কমই পাওয়া যাবে। তাঁর রাজনৈতিক কর্মকাÐকে অনুসরণ করার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী এ্যাড. সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুবার্ষিকীতে সভাপতির আলোচনায় তিনি এসব কথা বলেন। স্মরণ সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, শ্যামল সিংহ রায়, মকবুল হোসেন মিন্টু। সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগ সাবেক উপ-দপ্তর সম্পাদক হাফেজ মো. শামীম।
এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, এ্যাড. রজব আলী সরদার, আবুল কালাম আজাদ, শেখ মো: ফারুক আহমেদ, জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এ্যাড. শাহ আলম, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, মোল্লা আকরাম হোসেন, ফারহানা হালিম, আব্দুর রশীদ, অধ্যক্ষ ফ. ম. আ. সালাম, মহাসিনুর রহমান আফরোজ, শেখ মো. আবু হানিফ, রফিকুল ইসলাম পিটু, এস এম আসাদুজ্জামান রিয়াজ, বিএম কামরুজ্জামান, খোকন রায় দিলীপ, অজিত বিশ্বাস, মো. ইমরান হোসেন, বিধান চন্দ্র রায় সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।