সুরখালীর দুটি ওয়ার্ডে ভিজিডি কার্ডের যাচাই-বাছাই
খবর বিজ্ঞপ্তি
বটিয়াঘাটার ৪নং সুরখালী ইউনিয়নের দুটি ওয়ার্ডে গতকাল বুধবার পৃথক ভাবে ভিজিডি কার্ডের উপকারভোগী যাচাই-বাছাই কর্যক্রম শুরু হয়েছে। সকাল সাড়ে ১১টায় সুন্দরমহল দাখিল মাদ্রাসার মাঠে এবং বিকাল ৩টায় বারোআড়িয়া কলেজ মাঠে যাচাই-বাছাই কর্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হাদী সরদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা, ইউপি সদস্য যথাক্রমে স্বপ্না রানী রায়, শেখ শাহারুল ইসলাম ও মোঃ জাহিদুর রহমান, প্রধান শিক্ষক খলিলুর রহমান, সাংবাদিক হিরামন সাগর, আ’লীগ নেতা প্রদীপ মন্ডল, ডাঃ অসিত বরন মন্ডল, ডাঃ দেবাশীষ মন্ডল, মফেজ শেখ, আসাদ শেখ, জিএম এনামুল, জেলা সৈনিকলীগ নেতা এসএম শাহিন আলম, সাবেক ছাত্রনেতা বিএম আব্দুল হাই, ছাত্রলীগ নেতা সাগর নিলয়, মৃত্যুঞ্জয় বিশ্বাস, শিবলী নোমানসহ বিভিন্ন পর্যয়ের গন্যমান্য ব্যক্তিবর্গ। ওয়ার্ড দুটিতে কয়েকশ আবেদনকারীর বিভিন্ন শ্রেণীতে সুষ্ঠ্যভাবে যাচাই-বাছাই সম্পন্ন করা হয়।