সুরক্ষার নামে অমানবিক হওয়া যাবে না: প্রধানমন্ত্রী
নভেল করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে সুরক্ষিত থাকতে গিয়ে কারও প্রতি যেন অমানবিক আচরণ করা না হয়, দেশবাসীর সেই আহ্বান রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টাঙ্গাইলের সখীপুরে গত সোমবার রাতে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ৫০ বছরের এক নারীকে তার স্বামী-সন্তানদের জঙ্গলে ফেলে যাওয়ার ঘটনায় হতাশা প্রকাশ করে এই আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ নিয়ে ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “সবাইকে সুরক্ষিত থাকতে হবে। সাবধানে থাকতে হবে। কিন্তু তার মানে এই নয় যে, অমানবিক আচরণ করতে হবে। সেটা আপনারা করবেন না।”
মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে অনেক সময় ‘অমানুষে’ পরিণত হয় মন্তব্য করে তার দৃষ্টান্ত হিসেবে সখীপুরের ওই ঘটনা তুলে ধরেন শেখ হাসিনা।তিনি বলেন, “যখন আমরা দেখি মায়ের একটু সর্দি কাশি জ্বর হল দেখে ছেলে, ছেলে বউ বা ছেলে-মেয়ে মিলে এমনকি তার স্বামী পর্যন্ত তাকে নিয়ে জঙ্গলে ফেলে আসে। এর থেকে অমানবিক কাজ আর হতে পারে না।”
বাংলাদেশে কেন এই ধরনের ঘটনা ঘটবে সেই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, “এই অমানবিক হওয়ার কোনো যৌক্তিকতা নেই। কারও যদি সন্দেহ হয় তাহলে তাকে চিকিৎসার ব্যবস্থা করেন। তার পরীক্ষা করান। নিজেরাও সুরক্ষিত হোন।”
অতি সংক্রামক নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেন তিনি।
“কীভাবে একটা মানুষকে বের করে দেবেন বা একজন ডাক্তারকে। সে যদিও এই রকম অসুস্থ হল তাকেও এলাকা থেকে বের করে দিতে হবে। এই ধরনের ঘটনা কেন ঘটবে বাংলাদেশে? বাংলাদেশের মানুষ তো এ রকম অমানবিক হওয়ার কথা না। কজেই এই বিষয়গুলোও সবার দৃষ্টিতে আনতে চাই,” বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, “হায়াত-মওত আল্লাহর হাতে। যে কোনো মানুষ যে কোনো দিন মরতে পারে। আজকে আমি কথা বলছি এখানে বসেও মরতে পারি। বা যে কেউ মরতে পারে। এটা কেউ বলতে পারে না যে আমি এক্ষনি বেঁচেই থাকব। কেউ বলতে পারবে না। একমাত্র আল্লাহ বলতে পারেন।”
সুরক্ষিত থেকে, শান্তভাবে ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সংকট মোকাবেলার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এভাবে যে একটা ভাইরাস এসে সারা বিশ্বকে এরকম ঘরবন্দি করে ফেলবে, এটা কি কেউ ভেবেছে? সারা বিশ্বে অনেক শক্তিশালী দেশ, তাদের শক্তির দাপটে পৃথিবী অস্থির। আবার শক্তিশালী এক দেশের সঙ্গে আরেক দেশের লড়াই যুদ্ধ বা তাদের সংঘাত দেখেছি। অস্ত্রের মহড়া আমরা দেখেছি।
“সেই অস্ত্র, অর্থ, সেই সম্পদ কোনো কাজে লাগে নাই, কোনো কাজে লাগবে না, লাগে না। সেটাই প্রমাণ করে দিল এই করোনাভাইরাস।”