সুবিধা বঞ্চিত শিশুদের স্বেচ্ছাসেবক দলের শিক্ষা উপকরণ বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গতকাল সোমবার দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে “সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ” করা হয়।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিরেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আজিজুল হাসান দুলু, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ তৈয়বুর রহমান, খুলনা মহানগর ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম বাবু।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক হিল্টনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেলাল আহমেদ সুমন, ময়েজ উদ্দিন চুন্নু, কেএম মাহবুবুল আলম, শরিফুল ইসলাম টিপু, সাইফুল ইসলাম মল্লিক, ওহিদুজ্জামান হাওলাদার, আলহাজ্ব আনোয়ার হোসেন আনো, এ্যাডঃ ওমর ফারুক বনি, খায়রুল বাশার, সোহরাব হেসেন, মইদুল হক টুকু, আলহাজ্ব আলামিন হোসেন, মহিদুল ইসলাম, মিজান সরদার, আবু তালেব, নাসির উদ্দিন, বেলাল শাহ প্রমূখ।
পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ওলামা দলের ভারপ্রাপ্ত আহবায়ক হাফেজ আব্দুল গাফ্ফার। পরবর্তীতে নগরীর দুইটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর শিশুদের মাঝে খাতা, কলম, পেন্সিল, কাটার, ইরেজার, স্কেল, চকলেট ইত্যাদি বিতরণ করা হয়।