December 21, 2024
আঞ্চলিক

সুবিধাবাদিদের ভীড়ে দলের প্রকৃত কর্মীদেরকে যেন ভুলে না যাই

 

৩৪নং ওয়ার্ড আ’লীগের সম্মেলনে সিটি মেয়র

 

খানজাহান আলী থানা প্রতিনিধি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন ‘‘সুবিধাবাদী অনুপ্রবেশকারীদের কারণে দলের মধ্যে কোন বিশৃংখলা সৃষ্টি না হয় সেদিকে প্রতিটি নেতা-কর্মীদের লক্ষ রাখতে হবে। সুসময়ের বন্ধু থেকে দুঃসময়ের বন্ধু প্রকৃত আওয়ামীলীগের কর্মীরা যেন বঞ্চিত না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার সহযোদ্ধা হিসাবে কাজ করছে আওয়ামীলীগের নিবেদিত কর্মীরা। এই কর্মীরা যেন অনুপ্রবেশকারীদের ভীড়ে হারিয়ে না যায় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে।

তিনি আরো বলেন, মাদকের সাথে, সন্ত্রসী এবং জুয়ার সাথে জড়িতদের কোন প্রকার সাড় দেওয়া হবে না আর এদের যারা লালন পালন করেন তাদেরকেও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি ছাত্রলীগ ও যুবলীগকে দলের ভাবমুর্তী ক্ষুন্ন হয় এমন সকল ধরনের কার্যকালাপ থেকে বিরত থেকে জননেত্রী শেখ হাসিনার ভিষন বাস্তবায়নে কাজ করার আহবান জানান।’

তিনি গতকাল মঙ্গলবার মহানগরীর ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা এ কথা বলেন। বিকাল সাড়ে ৩টায় শিরোমণি ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের সম্মুখে সম্মেলনের উদ্বোধন করেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খ. ম লিয়াকত আলীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ আকরাম হোসেন, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা, শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ আলী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্জ আশরাফুল ইসলাম কচি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুর ইসলাম বন্দ, দপ্তর সম্পাদক মাহাবুব আলম সোহাগ, মহানগর সদস্য, বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী।

সম্মেলনের প্রধান বক্তা ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান। বিশেষ বক্তা ছিলেন থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম।

বক্তৃতা করেন আ’লীগ নেতা আ. রউফ খান খোকন, মোড়ল আলহাজ্জ আনিছুর রহমান, শেখ আব্বাস উদ্দিন, শেখ কামাল আহম্মেদ, সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, মীর আব্দুল গফ্ফার, শ্রমিকলীগ উত্তরের সভাপতি আলহাজ্জ শেখ আনছার আলী, ৩৩নং ওয়ার্ড এর সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, ৩৫নং ওয়ার্ড সভাপতি আলহাজ্জ খান হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ আ.হক, ৩৬ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী, এফ এম জাহিদ হাসান জাকির, জেলা তাতীলীগের সদস্য সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরক, থানা মহিলা লীগের সভাপতি মুক্তা বেগম, সাধারণ সম্পাদক শাহরা ইরানী পিয়া, শেখ তরিকুল ইসলাম, নবীরুল ইসলাম রাজা, ছাত্রলীগ মহানগর নেতা ফারহান অভি, মো. সুমন হোসনে, জিসান, শেখ বাদল, মো. মাহমুদ হাসান, অয়ন প্রমুখ নেতৃবৃন্দ। সম্মেলনের প্রথম পর্বে বর্তমান কমিটির নেতৃবৃন্দ পদত্যাগ করে দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের কাংখিত নেতা নির্বাচনের প্রস্তুতি চলছিল।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *