সুবর্ণচরে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
দক্ষিণাঞ্চল ডেস্ক
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ইব্রাহিম (৩৫) নামে ওই যুবককে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। মোবাইল মেকানিক ইব্রাহিম চর জব্বর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আবদুস সাত্তারের ছেলে। বৃহস্পতিবার রাতেই তার বিরুদ্ধে কিশোরীর পরিবার মামলা করে বলে জানান চর জব্বর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল।
তিনি বলেন, ইব্রাহিম আত্মীয়তার সুবাধে ভুক্তভোগী কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে একাধিক বার ধর্ষণ করে। এতে ওই কিশোরী অন্তঃস্বত্বা হয়ে পড়ে। বিষয়টি ইব্রাহিমকে জানালে সে তাকে বিয়ে করতে রাজি হয়নি। ইব্রাহিমকে গ্রেপ্তারের পর শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।