সুবর্ণচরে ধর্ষণের শিকার গৃহবধূর আত্মহত্যা
দক্ষিণাঞ্চল ডেস্ক
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে, যিনি ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের অভিযোগ। গতকাল শনিবার সকালে মোহাম্মদপুর ইউনিয়নের চর মাকসুম গ্রামে পলি আক্তার (২২) বিষপান করেন বলে তার শ্বশুর নূর করিম জানান। পলি ওই গ্রামের ইউসুফ সোহাগের স্ত্রী।
পলির শ্বশুর নূর করিম সাংবাদিকদের বলেন, শুক্রবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে একই এলাকার আলাউদ্দিন ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। পলির চিৎকার শুনে আশপাশের লোকজন আলাউদ্দিনকে আটকের পর রাতেই সালিশ বৈঠকে ৬০ হাজার টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেওয়া হয়। অপমান সইতে না পেরে শনিবার সকালে পলি বিষপান করে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, দুপুরে মৃত অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে তা তদন্তের আগে তিনি বলতে রাজি হননি। চরজব্বার থানার ওসি সাহেদ উদ্দিন বরেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।