September 29, 2024
আঞ্চলিক

সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা

খবর বিজ্ঞপ্তি

সুন্দরবন রক্ষায় করণীয় এবং কর্মসূচি গ্রহণের লক্ষ্যে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি খুলনা জেলা শাখার উদ্যোগে এক সংবাদ সম্মেলন গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি, খুলনা জেলা শাখার সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার। এ সময়ে উপস্থিত ছিলেনÑসংগঠনের আহŸায়ক এস এম শাহনওয়াজ আলী, সংগঠনের কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহŸায়ক এস এম ইকবাল হোসেন বিপ্লব, সদস্য সচিব এস এম দেলোয়ার হোসেন, যুগ্ম আহŸায়ক আফজাল হোসেন রাজু, মাহবুব আলম বাদশা, এনসিআরবি’র সাধারণ সম্পাদক এম এ কাশেম পাটওয়ারী, মোঃ ফিরোজ আলী।

এ লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে গৃহীত প্রথম দফা কর্মসূচিÑ১৫ ডিসেম্বর ২০১৯ বিকেল ৩টায় পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ে স্মারকলিপি পেশ। ১৯ ডিসেম্বর ২০১৯ বিকেল ৪টায় পিকচার প্যালেস মোড়ে পথসভা ও প্রচারপত্র বিলি। ২৮ ডিসেম্বর ২০১৯ বিকেল ৪টায় রূপসা ফেরীঘাট চত্বরে পথসভা ও প্রচারপত্র বিলি। ০৪ জানুয়ারী ২০২০ বেলা ১১টায় কাটাখালী মোড়ে পথসভা ও প্রচারপত্র বিলি। ১১ জানুয়ারী ২০২০ বেলা ১১টায় চুলকাটি বাজারে পথসভা ও প্রচারপত্র বিলি। ১৮ জানুয়ারী ২০২০ বেলা ১১টায় ফয়লা বাজারে পথসভা ও প্রচারপত্র বিলি। ২৫ জানুয়ারী ২০২০ বেলা ১২টায় বাবুরবাড়ি, রামপাল পথসভা ও প্রচারপত্র বিলি। ০১ ফেব্রæয়ারী ২০২০ বেলা ১টায় মংলাঘাটে পথসভা ও প্রচারপত্র বিলি। ০৪ ফেব্রæয়ারী ২০২০ বিকেল ৩টায় বটিয়াঘাটা বাজারে পথসভা ও প্রচারপত্র বিলি। ১৫ ফেব্রæয়ারী ২০২০ বিকেল ৩টায় মিট দ্যা প্রেস সংগঠনের অস্থায়ী কার্যালয়, খুলনায়। এছাড়াও স্কুল-কলেজে কুইজ প্রতিযোগিতা, সুন্দরবন অলিম্পিয়াড, সংগঠনের কেন্দ্রীয় আহŸায়ক এড. সুলতানা কামালের অংশগ্রহণে কনভেনশন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এড. সুলতানা কামালসহ জাতীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে মহাসমাবেশ কর্মসূচি পালিত হবে। যার সময়সূচি পরবর্তীতে আপনাদের মাধ্যমে জানানো হবে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *