সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি, খুলনা জেলা শাখার এক মতবিনিময় সভা গতকাল শনিবার বিকেল ৫টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি জেলার আহŸায়ক এস এম শাহনওয়াজ আলী’র সভাপতিত্বে এবং সদস্য সচিব এ্যাড. মোঃ বাবুল হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা সরদার রুহিন হোসেন প্রিন্স।
এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এস এ রশীদ, এইচ এম শাহাদাৎ, এড. কুদরত-ই-খুদা, এড. এম এম রহুল আমিন, শেখ আব্দুল হান্নান, এস এম ইকবাল হোসেন বিপ্লব, এস এম দেলোয়ার হোসেন, আফজাল হোসেন রাজু, মাহবুবুল আলম বাদশা, এম এ সবুর রানা, এইচ আমিনুল হক, এস এম এ রহিম, আলমগীর হোসেন, আজিজুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় কোমলমতি শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণকে সচেতন করতে ডিসেম্বর থেকে ফেব্রæয়ারি পর্যন্ত বিভিন্ন ক্যাম্পেইন প্রোগ্রাম গ্রহণ করা হয়। কর্মসূচি সফলের লক্ষ্যে এস এম ইকবাল হোসেন বিপ্লবকে আহŸায়ক, এম এ সবুর রানা, আফজাল হোসেন রাজু, মাহবুবুল আলম বাদশাকে যুগ্ম আহŸায়ক এবং এস এম দেলোয়ার হোসেনকে সদস্য সচিব করে একটি সাব-কমিটি গঠন করা হয়।