সুন্দরবন থেকে হরিণ শিকারের ফাঁদসহ আটক ৩
দক্ষিণাঞ্চল ডেস্ক
সুন্দরবনের কটকা এলাকা থেকে হরিণ শিকারের ফাঁদ ও নৌকাসহ তিনজনকে আটক করেছে বন বিভাগ। গতকাল রবিবার বিকেলে বন ও বন্যপ্রাণী আইনে দু’টি মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার নাজিম গোলদারের ছেলে জামাল হোসেন (২৫), একই উপজেলার তাফালবাড়ি এলাকার আব্দুল করিমের ছেলে আব্দুল মান্নান (৪০) ও আব্দুল হালিম মুন্সির ছেলে নাছির মুন্সি (৪৫)।
এর আগে শনিবার (২ মার্চ) রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা স্টেশনের কদমতলা এলাকা থেকে ওই তিন হরিণ শিকারীকে আটক করে বন বিভাগ। এসময় তাদের কাছ থেকে একটি ডিঙ্গি নৌকা, ১৫শ’ ফুট হরিণ ধরা ফাঁদ, তিনটি বস্তা, একটি ছুড়ি ও একটি চাপাতি জব্দ করে বনরক্ষীরা।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদিন জানান, সুন্দরবনের কটকা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম সরদারের নেতৃত্বে অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে তিন হরিণ শিকারীকে আটক করা হয়। রবিবার বিকেলে বন আইন ও বন্যপ্রাণী আইনে দু’টি মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দকৃত সরঞ্জামাদি শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।