সুন্দরবন থেকে বিষযুক্ত মাছসহ জেলে আটক
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের পুর্ব-সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার অব্যহত রয়েছে। বিষযুক্ত মাছসহ মেহেদী হাসান (২৬) নামে একজন চোরা জেলেকে আটক করেছে বনবিভাগ। আটক মেহেদী শরণখোলা উপজেলার মধ্য সোনাতলা গ্রামের বাসিন্দা।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারি বন সংরক্ষক জয়নাল আবেদীন জানান, সুন্দরবনে বিষ দিয়ে মাছ আহরণ করছে এমন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা অভিযান চালায়। বুধবার সন্ধ্যায় ভোলা ক্যাম্পের এলাকায় সুন্দরবনের একটি খাল থেকে তাকে আটক করা হয় । এ সময়ে তার সাথে থাকা অপর দুই জেলে পালিয়ে যায়। বনরক্ষীরা পরে জেলে নৌকায় তল্লাশী চালিয়ে বিষ ও বিষযুক্ত চিংড়িসহ বিভিন্ন প্রকার মাছ উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুরে আটক মেহেদী হাসানকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।