সুন্দরবন অঞ্চলের পর্যটন স্পটগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্তের দাবি
খবর বিজ্ঞপ্তি
বন ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বিশ্বের অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের সকল পর্যটন স্পটগুলো জীবন-জীবিকায় সচেতনতা ও সামাজিক দুরত্ব বজায় রেখে অতিসত্বর দর্শনার্থীদের পরিদর্শনে উন্মুক্ত করার জন্য খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি কাজি আমিনুল হক জোর দাবী জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলার জন্য বাংলাদেশের সকল পর্যটন স্পটগুলো বন্ধ ছিল কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জোরালো পদক্ষেপের কারনে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব কমে আসায় দেশের বিভিন্ন পর্যটন স্পটগুলি পর্যায়ক্রমে দর্শনার্থিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও দেশের দক্ষিণ অঞ্চলে বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের সকল পর্যটন স্পটগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়নি। এতে করে দক্ষিণাঞ্চলের অপরূপ মনোমুগ্ধকর এই স্পটের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীবৃন্দসহ ছয় হাজার পরিবার যেমন ক্ষতির সম্মুখিন হচ্ছেন তেমনি দেশও বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে।