সুন্দরবনে ২৯’শ ফুট মাছ ধরার জাল ও চিংড়িসহ আটক ৯
দ. প্রতিবেদক
খুলনার দাকোপ থানাধীন কালাবগি সুন্দরবন এলাকার ভদ্রা নদী থেকে অভিযান চালিয়ে ৪টি বিভিন্ন সাইজের কাঠের তৈরী ডিঙ্গি নৌকা, ২৯’শ ফুট মাছ ধরার জাল, মাছ মারার কীটনাশক ৪ বোতল, ২৫ কেজি চিংড়ি ও বিভিন্ন ধরনের মাছসহ ৯ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটকরা হলেন- মোঃ রিয়াদুল হাওলাদার (৪০), মোঃ রফিক খান (৪৫), মোঃ মহিদ হাওলাদার (১৮), মোঃ সাহিদুল্লাহ শেখ (২৮), মহিতোষ বাইন (৪০), জাহাঙ্গীর হাওলাদার (৪৫), মোঃ ইছাক মোল্যা (৩৮), মোঃ শহিদুল হাওলাদার (৩৫) ও মোঃ রুবেল গাজী (২৫)।
জেলা ডিবি পুলিশ জানায়, পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ (বিপিএম) এর নির্দেশনায় জিএম আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এর সার্বক্ষণিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, খুলনার ইনচার্জ সেখ কনি মিয়া এর নেতৃত্বে এসআই (নিঃ) এমডি আসাদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মঙ্গলবার ভোর পৌনে ৫টায় ভদ্রা নদীর খালের মধ্য থেকে মাছ ধরার সরঞ্জামাদিসহ আসামিদের আটক করেন। এ সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআই (নিঃ) এমডি আসাদুল ইসলাম বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে দাকোপ থানায় বন আইনে মামলা দায়ের করেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ