January 19, 2025
আঞ্চলিকলেটেস্ট

সুন্দরবনে হরিণের মাংস, চামড়া ও ফাঁদসহ দুই চোরাকারবারী আটক

দ. প্রতিবেদক
সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০ কেজি হরিণের মাংস, ২টি চামড়া, ৪০০ মিটার ফাঁদসহ দুই চোরাকারবারীকে আটক করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১১টায় কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি আউটপোস্ট নলিয়ান এর একটি টহল দল খুলনার কয়রা থানাধীন হড্ডা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কয়রা থানাধীন হড্ডা এলাকার অরবিন্দু রায়ের ছেলে জামিনি রায় ও সুরিন্দ্রনাথ মন্ডলের ছেলে অরুন মন্ডল। আটককৃত ব্যক্তিদ্বয় ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হড্ডা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম জানান, কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ রক্ষা, চোরাচালান নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি বন্য পশু-পাখি রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে এবং উক্ত সাফল্য এই অভিযানেরই অংশ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *