সুন্দরবনে মুক্তিপনের দাবীতে ৩ জেলেকে অপহরণ
সাতক্ষীরা প্রতিনিধি
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে দেড় লাখ টাকা মুক্তিপনের দাবীতে ৩ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জোনাব-জিয়া বাহিনীর সদস্যরা। গতকাল বুধবার ভোর রাতে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার কচুখালী খাল থেকে তাদের অপহরন করা হয়। অপহৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের তোরাব সরদারের ছেলে জাকির হোসেন (৪০), একই উপজেলার মীরগাং গ্রামের আব্দুল বারীর ছেলে মহসিন (২৫) ও কেওড়াতলী গ্রামের আব্দুর রাজ্জাক (২৮)।
ফিরে আসা জেলে প¦ার্শেখালী গ্রামের আনছার শেখের ছেলে আনিস হোসেন জানান, গত ১ সেপ্টম্বর তিনিসহ ৪/৫ জন জেলে কৈখালী বন অফিস থেকে বৈধ পাশ নিয়ে সুন্দরবনের কচুখালী খালে মাছ ধরতে যান। বুধবার ভোরে তারা ওই খালে মাছ ধরার সময় বনদস্যু জোনাব-জিয়া বাহিনীর সদস্যরা মাথাপিছু ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা মুক্তিপনের দাবীতে উক্ত ৩ জেলেকে অপহরণ করে।
এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, জেলে অপহরণের বিষয়ে এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।