সুন্দরবনে বন বিভাগের অভিযানে অবৈধ জাল উদ্ধার
কয়রা প্রতিনিধি
বিষ মুক্ত সুন্দরবন গড়ার লক্ষ্যে গণসচেতনতা মুলক কর্মকান্ডের ইতিবাচক সাড়া পড়েছে। গত দুই দিনের অভিযনে সুন্দরবনের অবৈধ জাল উদ্ধর করে তা পুড়িয়ে দেওয়া হয়েছে। জানা গেছে গত ২১ ও ২২ জুলাই দুই দিন কোবাদক ষ্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ষ্টেশনের আওতাধীন এলাকা থেকে সুন্দরবনের নিষিদ্ধ বেহুন্দি, খালপাটা ও ছোট ফাসযুক্ত চরপাটা জাল উদ্ধার কর হয়।
উদ্ধারকৃত জালগুলো সোমবার বিকালে ষ্টেশনের সামনে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ব্যাপারে কোবাদক ষ্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ বেলাল হোসেন বলেন, ইতিমধ্যে এলাকার জেলেদেরকে অবৈধ জাল ষ্টেশনে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। ইতিমধ্যে তাতে সাড়া পাওয়া যাচ্ছে। সুন্দরবনে বিষমুক্ত করার লক্ষে বিভিন্ন কর্মসুচী হাতে নেওয়া হয়েছে বলে তিনি জানান।