সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরণ, আটক ২
দক্ষিণাঞ্চল ডেস্ক
নিষেধাজ্ঞার মধ্যে আইন অমান্য করে সুন্দরবনের খালে মাছ শিকারের অপরাধে দুই জেলেকে আটক করেছে নৌ পুলিশ। গতকাল সোমবার সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জয়মনি এলাকা থেকে তাদের আটক করা হয়।
মোংলার জয়মনি নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, সুন্দরবনে জুলাই-আগস্ট এই দুই মাস বনের সকল খালে মাছ ধরায় বিধি নিষেধ আরোপ করেছে বনবিভাগ। তারপরও অসাধু জেলে ও কতিপয় দুর্বৃত্ত নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করছে। পরে সোমবার সকালে জয়মনি এলাকা থেকে মো. জিহাদুল ও ফিরোজ নামের দুই জেলেকে মাছসহ আটক করে নৌ পুলিশের সদস্যরা। আটককৃত দুই জেলের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৌদ্ধমারী গ্রামে।