December 21, 2024
আঞ্চলিক

সুন্দরবনে অবৈধভাবে মাছ আহরণ : ৫২ জেলে আটক

দ: প্রতিবেদক
বঙ্গোপসাগরের মাঝে বঙ্গবন্ধু আইল্যান্ড এলাকায় অবৈধভাবে মাছের পোনা আহরণের অভিযোগে ৫২ জেলেকে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। এ সময় আটক করা হয়েছে জেলেদের ব্যবহৃত ৫টি ট্রলার, ৫টি নৌকা, ৮ লাখ পিস মাছের পোনা ও বিপুল পরিমাণ জাল। আটককৃত ট্রলার, মাছ ও জালের মূল্য ২ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গোয়েন্দা কর্মকর্তা লে. আব্দুল­াহ আল মাহমুদ জানান, সোমবার দিবাগত রাত ১১টার দিকে কোস্টগার্ডের টহল দল সমুদ্রে বেআইনিভাবে মাছ শিকারের অভিযোগে বঙ্গবন্ধু আইল্যান্ড এলাকা হতে এ সকল জেলেদের আটক করে।
আজ মঙ্গলবার সকালে আটককৃত জেলেদের পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের নীল কমল ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও বলেন, বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূলীয় এলাকাজুড়ে আইন-শৃক্সখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপশি মৎস্য সম্পদ এবং পরিবেশ রক্ষায় কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *