সুন্দরবনে অবৈধভাবে মাছ আহরণ : ৫২ জেলে আটক
দ: প্রতিবেদক
বঙ্গোপসাগরের মাঝে বঙ্গবন্ধু আইল্যান্ড এলাকায় অবৈধভাবে মাছের পোনা আহরণের অভিযোগে ৫২ জেলেকে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। এ সময় আটক করা হয়েছে জেলেদের ব্যবহৃত ৫টি ট্রলার, ৫টি নৌকা, ৮ লাখ পিস মাছের পোনা ও বিপুল পরিমাণ জাল। আটককৃত ট্রলার, মাছ ও জালের মূল্য ২ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গোয়েন্দা কর্মকর্তা লে. আব্দুলাহ আল মাহমুদ জানান, সোমবার দিবাগত রাত ১১টার দিকে কোস্টগার্ডের টহল দল সমুদ্রে বেআইনিভাবে মাছ শিকারের অভিযোগে বঙ্গবন্ধু আইল্যান্ড এলাকা হতে এ সকল জেলেদের আটক করে।
আজ মঙ্গলবার সকালে আটককৃত জেলেদের পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের নীল কমল ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও বলেন, বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূলীয় এলাকাজুড়ে আইন-শৃক্সখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপশি মৎস্য সম্পদ এবং পরিবেশ রক্ষায় কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।