সুন্দরবনের নদীতে কম্বিং অভিযানে কারেন্ট জাল ও মাছের পোনাসহ ৫ জেলে আটক, জেল-জরিমানা
সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড-নৌ পুলিশ কম্বিং অভিযান চালিয়ে ২ হাজার মিটার কারেন্ট জালসহ আহরন নিষিদ্ধ ৫ লাখ মাছের পোনা জব্দ করেছে। একই সঙ্গে মাছের পোনা ও কারেন্টজাল ব্যবহারের অভিযোগে ৫ জেলেকে আটক করা হয়।
মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা এ জেড এম তৈহিদুর রহমান জানান, মঙ্গলবার ভোর রাতে সুন্দরবনের পশুর ও আশপাশের নদী-খালে এ অভিযান চালানো হয়। এ সময় ক্ষতিকর কারেন্টজাল ও মাছের পোনা আহরনের অভিযোগে আটক জেলেদের ২০ হাজার টাকা জরিমানা করেন মোংলা উপজেলা পরিষদের সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের বিচারক নয়ন কুমার রাজবংশি। পরে এ মাছের পোনা মোংলা নদীতে অবমুক্ত এবং উপজেলা পরিষদ মাঠে আগুনে পোড়ানো হয় জব্দকৃত কারেন্টজাল। কারেন্টজাল বিরোধী অভিযানের পাশাপাশি জেলেদের সচেতন করতে নানাভাবে প্রচেস্টা চলছে বলে জানান মৎস্য কর্মকর্তা।