সুন্দরবনের খাল থেকে ১৮ কোটি টাকার বিদেশি কাপড় জব্দ
দ. প্রতিবেদক
সুন্দরবনের খাল থেকে ট্রলারসহ ১৮ কোটি ৬১ লাখ টাকা মূল্যের বিদেশি কাপড় ও জুতা জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। কাপড়গুলো শুল্ক ফাঁকি দিয়ে নদীপথে বাংলাদেশে আনা হচ্ছিল। সোমবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে লে. কমান্ডার আমিরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১২ মার্চ) বিকেল থেকে কোস্টগার্ড সদস্যরা সুন্দরবন পূর্ব বন বিভাগের হারবাড়িয়ার চরাপুটিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। ওই দিন গভীর রাতে ট্রলারটিকে থামার জন্য সংকেত দেয় কোস্টগার্ড সদস্যরা। এসময় ট্রলারটি চরাপুটিয়ার খাল পাড়ে থামিয়ে ট্রলারে থাকা চোরাকারবারীরা সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়।
পরবর্তীকালে ট্রলারটিতে তল্লাশি করে ১৪ হাজার ৩৭৭ পিস বিদেশি শাড়ি, এক হাজার ৩০৩ পিস লেহেঙ্গা, ৩৯৬ পিস থ্রি-পিস এবং ৪৭৫ জোড়া জুতা জব্দ করা হয়। জব্দকৃত বিদেশি কাপড় ও জুতার আনুমানিক মূল্য প্রায় ১৮ কোটি ৬০ লাখ ৮৪ হাজার ২৫০ টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ট্রলার, কাপড় ও জুতা মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ