November 27, 2024
আঞ্চলিকজাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

সুন্দরবনের খাল থেকে মৃত ডলফিন উদ্ধার

দক্ষিণাঞ্চল ডেস্ক
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা একটি মৃত ডলফিন উদ্ধার করেছেন। শনিবার দুপুরে শরণখোলা রেঞ্জ অফিসের সামনে শরণখোলা-বগী ভারাণী খাল থেকে এটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্ত্রী ওই ডলফিনটি শুশুক প্রজাতির বলে জানিয়েছে সুন্দরবন বিভাগ।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, দুপুর আড়াইটার দিকে রেঞ্জ অফিসের অপর পাড়ে প্রাইমারী স্কুলের সামনে শরণখোলা-বগী ভারাণী খালে একটি মৃত ডলফিন ভেসে আসার খবর দেয় স্থানীয়রা।
পরে সেটি উদ্ধার করে রেঞ্জ অফিসে আনা হয়। ডলফিনটি শুশুক প্রজাতির স্ত্রী ডলফিনটির বয়স প্রায় আড়াই বছর। কমপক্ষে তিন দিন আগে মারা ওই ডলফিনটির শরীরে কোনো ক্ষতচিহ্ন পাওয়া যায়নি। নমুনা সংগ্রহ করে রেঞ্জ অফিস চত্বরে মাটিচাপা দেওয়া হয়েছে ডলফিনটি।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *