January 8, 2025
আঞ্চলিক

সুন্দরবনের অভ্যন্তরে এবং নদীতে বর্জ্য ফেলা যাবে না : উপমন্ত্রী

মোংলা প্রতিনিধি

ম্যানগ্রোভ বনের জীববৈচিত্র্য ও সামুদ্রিক জলজ প্রানী সুরক্ষায় সুন্দরবনের অভ্যন্তরে এবং নদীতে কোন প্রকার বর্জ্য ফেলা যাবে না। সুন্দরবন কেন্দ্রীক পর্যটকসহ এ বিষয় সাধারণ মানুষকে উদ্ভুদ্ধ করতে নেয়া হয়েছে ব্যাতিক্রমী উদ্যোগ। তাই মোংলার প্রায় শতাধিক ট্যুর বোর্ট এবং লঞ্চ মালিক-কর্মচারীদের মধ্যে বিতরণ করা হয়েছে বর্জ্য সংরক্ষনের প্যাডেস্টাল ডাস্টবিন।

বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার বৃহস্পতিবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে এ ডাস্টবিন বিতরন করেন। এ সময় উপ-মন্ত্রী বলেন, নিজের মনকে পরিচ্ছন্ন রাখতে হলে বনকেও পরিছন্ন করতে হবে। তিনি আরও বলেন, মানুষের নিক্ষিপ্ত বর্জ্য খেয়ে মারা পড়ছে অসংখ্য সামুদ্রিক প্রাণী এবং ধ্বংশ হচ্ছে সুন্দরবনের জীববৈচিত্র্য। এ ডাস্টবিন বিতরন বিতরন অনুষ্ঠানে মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী সহকারী বন সংরক্ষক মোঃ শাহিন কবির, ডেপুটি ফরেষ্ট রেঞ্জার, আবুল কালাম হাওলাদার,মোংলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম দুলাল, ট্যুর লঞ্চ ও জালিবোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *