সুনামগঞ্জে নারীকে গলা কেটে হত্যা, ছেলে আটক
দক্ষিণাঞ্চল ডেস্ক
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় নিজ ঘর থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকালে মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়ছে। নিহত আফিয়া বেগম (৪২) ওই গ্রামের মৃত শুকুর আলীর মেয়ে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আফিয়ার ছেলে সুবজকে (২৪) আটক করেছে পুলিশ।
মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মিনার উদ্দিন বলেন, সৌদি আরব ফেরত আফিয়া ছেলে সবুজকে নিয়ে বসবাস করতেন। সোমবার বিকাল ৫টার দিকে প্রতিবেশীদের ছেলে বলেন- বসতঘরের খাটের ওপর তার মায়ের লাশ পড়ে আছে। এ সময় ঘর তালাবদ্ধ অবস্থায় ছিল। খবর পেয়ে পুলিশ সবুজের কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলে লাশ উদ্ধার করে।
দোয়রাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস জানান, বসতঘর থেকে গলাকাট লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আফিয়া বেগমের ছেলে সবুজকে আটক করা হয়েছে বলে তিনি জানান।