সুচারু সাহিত্য ভুবন’র কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
গত সোমবার বিকেল ৩টায় উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সুচারু সাহিত্য ভুবন-এর কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কবি শ্যামলী মÐল ও পরিচালনা করেন বিউটি মÐল। সভায় সুচারু সাহিত্য ভুবনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে কবি শ্যামলী মÐলকে সভাপতি ও বিউটি মÐলকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন কোষাধ্যক্ষ এ কে এম দৌলতুজ্জামান (কবি ও ছড়াকার), নির্বাহী সদস্য অনু মÐল, তপু মÐল, অনিল কৃষ্ণ মÐল, শিপ্রা মÐল। উল্লেখ্য, গত ২৫শে নভেম্বর ২০১৯ সোমবার সুচারু সাহিত্য ভুবন-এর উদ্বোধন করা হয়।