সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণ, সুকানির মৃত্যু
ঝালকাঠির সুগন্ধা নদীতে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে সুকানির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের পৌর খেয়াঘাট এলাকার সুগন্ধা নদীতে নোঙ্গর করে রাখা জাহজটিতে বিস্ফোরণ ঘটে বলে ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. শহীদুল ইসলাম জানান।
মৃত কামরুল ইসলাম ওই জাহাজের সুকানি ছিলেন।
শহীদুল বলেন, সকাল সাড়ে ৮টার দিকে জাহাজের পাম্পরুম থেকে অকটেন খালি করার সময় বিস্ফোরণ ঘটে।
“এতে কামরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।”পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে এবং আহত পাঁচজনকে উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
জাহাজে নাবিকসহ মোট ১৩জন স্টাফ ছিলেন বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্র্তা।
ঝলকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। জাহাজে যারা ছিলেন তাদের অধিকাংশই গুরুতর আহত হয়েছেন।