সীমান্তে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গোলাগুলি
রোববার সকালে দক্ষিণ কোরিয়ার সীমান্তের একটি গার্ড পোস্টকে ঘিরে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
এ ঘটনায় দুই কোরিয়ার মধ্যবর্তী সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
এক বিবৃতিতে দক্ষিণের জয়েন্ট চিফ অফ স্টাফ জানান, স্থানীয় সময় ৭টা ৪১ মিনিটে উত্তর কোরিয়ার দিক থেকে দক্ষিণ কোরিয়ার সীমান্তের একটি গার্ড পোস্ট লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়।
এর জবাবে দক্ষিণ কোরিয়ার দিক থেকে উত্তরের দিকে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এ ঘটনায় কারও আহত হওয়ার খবর হয়নি।
উত্তর কোরিয়ার নেতা কিমের স্বাস্থ্য ও তিনি কোথায় আছেন, তা নিয়ে তিন সপ্তাহ ধরে ব্যাপক জল্পনা চলার পর দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কিমের ছবি প্রকাশ করে জানায়, শনিবার তিনি একটি সার কারখানার প্ল্যান্টের উদ্বোধন করেছেন।
এর আগে ১১ এপ্রিলের পর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি।
দাদা কিম ইল সুংয়ের জন্মবার্ষিকী ও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তার অনুপস্থিতির পর থেকে কিমের স্বাস্থ্য নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল।